এনজিও বাংলাদেশ   ৪৫ এনজিও রেজিস্টার্ড
নাম (বাংলায়) হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ
নাম (ইংরেজিতে) HOPE worldwide Bangladesh
প্রতিষ্ঠাতার নাম (বাংলায়) হোপ ওয়ার্ল্ডওয়াইড
প্রতিষ্ঠাতার নাম (ইংরেজিতে) HOPE worldwide
প্রতিষ্ঠা কাল 2008
ইমেইল ঠিকানা info@hopeww.org.bd
ফোন নম্বর 01729099568
ফ্যাক্স n/a
ঠিকানা (বাংলায়) ৪৭/৯, পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, তেজগাঁও, ঢাকা -১২১৫।
ঠিকানা (ইংরেজিতে) 47/9, West Rajabazar, Indira Road, Tejgaon, Dhaka-1215.
ওয়েবসাইট লিংক https://hopeww.org.bd/
সংস্থার লক্ষ্য

হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। যা দরিদ্র এবং অভাবী মানুষদের জন্য নিবেদিতপ্রাণ কর্মী ও স্বেচ্ছাসেবকদের সহমর্মিতা ও প্রতিশ্রুতিশীল কাজের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে টেকসই ও কমিউনিটি ভিত্তিক সেবা প্রদান করা এবং ঐসব অভাবী ও দরিদ্র মানুষদের জীবনে প্রভাব ফেলা ও পরিবর্তন নিয়ে  আসা

সংস্থার উদ্দেশ্য

হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ-এর উদ্দেশ্য হল দরিদ্র, অসুস্থ এবং অভাবী মানুষদের জীবনে আশা জাগ্রত করা ও পরিবর্তন আনয়ন করা

সংস্থার বিশেষত্ব

হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ-এর কাজের ভিত্তি বা বিশেষত্ব হলো, দরিদ্র ও অভাবীদের সেবা পরিচর্যার ক্ষেত্রে খ্রীষ্টের আদর্শকে অনুসরণ করা। সংস্থার সাংগঠনিক মূল্যবোধ গুলো হল - সহানুভুতি, অংশীদারিত্ব, প্রতিশ্রুতি, পারস্পরিক শ্রদ্ধাসততা, গুণগতমান এবং স্থায়িত্ব।

সংস্থার প্রধানের তথ্য
নাম (বাংলায়) মার্টিন অনিমেষ ব্যাপারি
নাম (ইংরেজিতে) Martin Animesh Byapari
ইমেইল ঠিকানা info@hopeww.org.bd
মোবাইল নম্বর
ফোন নম্বর 01713379637
ফ্যাক্স n/a
ঠিকানা (বাংলায়) ৪৭/৯, পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, তেজগাঁও, ঢাকা -১২১৫।
ঠিকানা (ইংরেজিতে) 47/9, West Rajabazar, Indira Road, Tejgaon, Dhaka-1215.
তথ্য প্রদানকারী (উপজেলা)
নাম ইমেইল ঠিকানা মোবাইল নম্বর ঠিকানা
চার্লস জুয়েল বিশ্বাস jewel@hopeww.org.bd 01730797618 বি-বাংলা, গৌরিপুর, আশুলিয়া, সাভার, ঢাকা।
তথ্য প্রদানকারী (জেলা)
নাম ইমেইল ঠিকানা মোবাইল নম্বর ঠিকানা
জেমস দিলীপ ঢাকি info@hopeww.org.bd 01713379637 ৪৭/৯, পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫।
সদস্যগণ
Image
মার্টিন অনিমেষ ব্যাপারি
কান্ট্রি ম্যানেজার
01729099568
martin@hopeww.org.bd
Image
জেমস দিলীপ ঢাকি
এডমিন ম্যানেজার
01730431932
james@hopeww.org.bd
Image
এ্যালবার্ট সমির রিবেরিও
এ্যাকাউন্টস ম্যানেজার
01729099569
albert@hopeww.org.bd
Image
চার্লস জুয়েল বিশ্বাস
সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও এইচ আর
01730797618
jewel@hopeww.org.bd
Image
লিপিকা বারুই
প্রোগ্রাম কো-অর্ডিনেটর
01787658728
lipika@hopeww.org.bd
Image
এডুয়ার্ড ইভান্স মারাক
প্রোগ্রাম কো-অর্ডিনেটর
01730797619
edward@hopeww.org.bd
প্রজেক্ট সমূহ
উদ্দেশ্য স্কুল শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক) কার্যক্রমের মাধ্যমে ইয়ারপুর ইউনিয়নের দরিদ্র ও সুবিধাবঞ্চিত গামেন্টস শ্রমিক পরিবার এবং সাধারণ শ্রমজীবি পরিবারের শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষা প্রদান করা। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে এলাকার বেকার যুবক/যুবতী ও গৃহবধুদের পরিবারে ও সমাজে উপার্জনশীল ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা।
বাজেট ১০,৮৩৯,৫৪৫ (এক কোটি আট লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা)
মেয়াদকাল 2022-03-01 (হইতে) 2023-02-28
মোট কর্মী 19
পুরুষ কর্মী 8
মহিলা কর্মী 11
অভীষ্ট জনগোষ্ঠী গার্মেন্টস শ্রমিক ও স্থানীয় নিম্ন আয়ের জনগোষ্ঠী
মন্তব্য বছরে ২৫০ জন ছেলে-মেয়েকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদান এবং ৩৬০ জন যুবক, যুবতী ও গৃহবধুকে কারিগরি প্রশিক্ষণ (কম্পিউটার, টেইলরিং ও হাতের কাজ শেখানো) প্রদান করা।।
উদ্দেশ্য প্রাথমিক শিক্ষা কার্যক্রমের আশুলিয়া ইউনিয়নের গৌরীপুর এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত গার্মেন্টস শ্রমিক পরিবার এবং স্থানীয় দরিদ্র জনগোষ্ঠির শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষা দান করা। পাশািপাশি কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমেে এলাকার বেকার যুবক/যুবতী ও গৃহবধুদের পবিবার ও সমাজে উপার্জনশীল ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা।
বাজেট ১৯, ৩৩০,৬৯৮ (এক কোটি তিরানব্বই লক্ষ ত্রিশ হাজার ছয়শত আটানব্বই টাকা)
মেয়াদকাল 2020-01-01 (হইতে) 2022-12-31
মোট কর্মী 13
পুরুষ কর্মী 6
মহিলা কর্মী 7
অভীষ্ট জনগোষ্ঠী গার্মেন্টস শ্রমিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী
মন্তব্য বছরে ১৫০ জন ছেলে-মেয়েকে প্রাথমিক শিক্ষা প্রদান এবং ৩০০ জন যুবক, যুবতী ও গৃহবধুকে কারিগরি প্রশিক্ষণ (কম্পিউটার, টেইলরিং ও ইন্ডাষ্ট্রিয়াল সেলাই মেশিন অপারেটর) প্রদান করা।।
উদ্দেশ্য প্রাথমিক শিক্ষা কাযক্রমের মাধ্যমে আইচানোয়াদ্দা তথা সাভার পৌরসভার দরিদ্র ও সুবিধাবঞ্চিত গামেন্টস শ্রমিক পরিবার ও এলাকার সাধারণ শ্রমজীবি পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষা, মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষা প্রদান করা। পাশাপাশি কারিগরি প্রশিক্ষন কার্যক্রমের মাধ্যমে এলাকার বেকার যুবক/যুবতী ও গৃহবধুদের পবিবার ও সমাজে উপাজনশীল ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা।
বাজেট ৭,১৬০,৯১৩ (একাত্তর লক্ষ ষাট হাজার নয়শত তেরো টাকা)
মেয়াদকাল 2022-01-01 (হইতে) 2022-12-31
মোট কর্মী 10
পুরুষ কর্মী 4
মহিলা কর্মী 6
অভীষ্ট জনগোষ্ঠী গার্মেন্টস শ্রমিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী
মন্তব্য বছরে ১৫০ জন ছেলে-মেয়েকে প্রাথমিক শিক্ষা প্রদান এবং ১৮০ জন বেকার যুবক, যুবতী ও গৃহবধুকে কারিগরি প্রশিক্ষণ (কম্পিউটার ও ইন্ডাষ্ট্রিয়াল সেলাই মেশিন অপারেটর) প্রদান করা।
সামাজিক যোগাযোগ
কাজের ক্ষেত্র
টাইটেল (ইংরেজিতে) School Education
বিস্তারিত দেখুন (বাংলায়)

প্রায় ৫৫০ জন গার্মেন্টস শ্রমিক ও দরিদ্র পরিবারের ছেলে-মেয়ে নিয়মিত স্কুল শিক্ষা লাভ করছে।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

About 550 Garment workers and needy family children are getting a regular school education.

টাইটেল (ইংরেজিতে) Midday Meal Program
বিস্তারিত দেখুন (বাংলায়)

পড়াশুনার পাশাপাশি প্রায় ৫৫০ জন ছেলে-মেয়ে নিয়মিত দুপুরে পুষ্টিকর খাবার পেয়ে থাকে।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Besides study, about 550 children are fed daily nutritious midday meals.

টাইটেল (ইংরেজিতে) Health Care Program
বিস্তারিত দেখুন (বাংলায়)

প্রতিবছর প্রায় ৫০০ পরিবারে ২৫০০ এর মত মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

More than 2500 people from 500 families are getting the benefit, directly and indirectly, each year.

টাইটেল (ইংরেজিতে) ICT Training
বিস্তারিত দেখুন (বাংলায়) প্রতিবছর প্রায় ৩৬০ জন বেকার যুবক/যুবতী তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ লাভ করছে।
বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

About 360 People are getting ICT training each year.

টাইটেল (ইংরেজিতে) Industrial Sewing Machine Operator
বিস্তারিত দেখুন (বাংলায়)

প্রতিবছর প্রায় ২০০ জন বেকার যুবক/যুবতী গার্মেন্টস মেশিন অপারেটর প্রশিক্ষণ লাভ করছে ও দক্ষ জনশক্তি হিসাবে কাজে যোগ দিচ্ছে।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

About 200 People are getting Industrial Sewing Machine Operator training and Job Placement each year.

টাইটেল (ইংরেজিতে) Tailoring Training
বিস্তারিত দেখুন (বাংলায়)

প্রতিবছর প্রায় ২৪০ জন বেকার যুবক/যুবতী ও গৃহিনীরা দর্জি প্রশিক্ষণ লাভ করছে।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

About 240 women are get tailoring training each year.

টাইটেল (ইংরেজিতে) Handicrafts Training
বিস্তারিত দেখুন (বাংলায়)

প্রতিবছর প্রায় ১২০ জন বেকার যুবক/যুবতী ও গৃহিনীরা হস্তশিল্প প্রশিক্ষণ লাভ করছে।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

About 120 Women are getting various handicrafts training each year.

টাইটেল (ইংরেজিতে) Cooperative Program
বিস্তারিত দেখুন (বাংলায়)

কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত গৃহিনীদের নিয়ে ক্ষুদ্র উদোক্তা তৈরির লক্ষ্যে বর্তমানে ৩টি সমবায় সমিতি পরিচালনা, প্রশিক্ষণ ও তদারকি করা হচ্ছে। 

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Maintaining 3 (three) Cooperative teams of women and raising Small Entrepreneur. This program is only for vocationally trained housewives.

টাইটেল (ইংরেজিতে) Disaster Services
বিস্তারিত দেখুন (বাংলায়) প্রায় প্রতিবছর বন্যা ও শীতকালিন দুর্যোগে জরুরী ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Almost every year flood and winter seasons we participate in Emergency Relief work.

নিবন্ধন সংক্রান্ত তথ্য
নিবন্ধন প্রদানকারী সংস্থার নাম নিবন্ধন নং নিবন্ধনের তারিখ সর্বশেষ নবায়ন
এনজিও বিষয়ক ব্যুরো 2393 2008-11-16 2018-11-16
জনবল সংক্রান্ত তথ্য
ধরণ কর্মীর সংখ্যা পুরুষ মহিলা মন্তব্য
ইন্ডাষ্ট্রিয়াল সেন্টার অব হোপ আশুলিয়া 19 8 11 ইয়ারপুর ইউনিয়ন, সাভার, আশুলিয়া, সাভার, ঢাকা।
পেপকো গ্রুপ স্কুল অব হোপ 13 6 7 গৌরিপুর, আশুলিয়া, সাভার, ঢাকা।
সোহাম ফর অল সেন্টার অব হোপ 11 4 7 আইচানোয়াদ্দা, সাভার পৌরসভা, সাভার, ঢাকা।