এনজিও ওয়েব পোর্টালে লগইন করার পর "প্রত্যয়নপত্র ব্যবস্থাপনা" সেকশনে "নতুন আবেদন" অপশনটি সিলেক্ট করবেন এবং আবেদন সম্পর্কিত সকল তথ্য দিয়ে নতুন ফর্মটি পূরণ করে "সাবমিট" বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
এনজিও ওয়েব পোর্টালে লগইন করে "এনজিও ব্যবস্থাপনা" সেকশনে যাবেন। "সংস্থার সধারণ তথ্য" সিলেক্ট করে নীচে "তথ্য পরিবর্তন" বাটনে ক্লিক করে সংস্থার সাধারণ তথ্য পরিবর্তন করতে পারবেন।
এনজিও ওয়েব পোর্টালে লগইন করে "প্রোফাইল সেটিংস" সেকশনে যাবেন। "প্রোফাইল তথ্য"-র নীচে "তথ্য পরিবর্তন" বাটনে ক্লিক করে এনজিও একাউন্ট ব্যবহারকারীর তথ্য পরিবর্তন করতে পারবেন।
এনজিও ওয়েব পোর্টালে লগইন করবেন। এরপর "এনজিও ব্যবস্থাপনা" সেকশনে "তথ্য ভিসিবিলিটি" অপশন সিলেক্ট করবেন এবং "সংস্থার প্রধানের তথ্য ওয়েব পোর্টালে প্রদর্শিত হবে?" অপশনটির জন্য "হ্যাঁ" সিলেক্ত করে "পরিবর্তন করুন" বাটনে ক্লিক করবেন।
"লগ-ইন" ফর্মে গিয়ে "পাসওয়ার্ড ভুলে গেছেন?" লেখায় ক্লিক করবেন। নতুন লোড হওয়া পেজে এনজিও একাউন্ট ইউজারের ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করার পর ইউজারের ফোনে পাঠানো OTP দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
ngobd.org লিংকে যেয়ে “এনজিও একাউন্ট নিবন্ধন” ক্লিক করে সংস্থার সাধারন তথ্য, সংস্থার প্রধানের তথ্য এবং একাউন্ট লগইন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।