নাম (বাংলায়) | গণস্বাস্থ্য কেন্দ্র |
---|---|
নাম (ইংরেজিতে) | Gonoshasthaya Kendra |
প্রতিষ্ঠাতার নাম (বাংলায়) | ডা.জাফরুল্লাহ চৌধুরী |
প্রতিষ্ঠাতার নাম (ইংরেজিতে) | Dr. Jafrullah Chowdhury |
প্রতিষ্ঠা কাল | 1972 |
ইমেইল ঠিকানা | gkhealth.org@gmail.com |
ফোন নম্বর | 01711429860 |
ফ্যাক্স | |
ঠিকানা (বাংলায়) | মির্জানগর, আশুলিয়া, সাভার,ঢাকা-1344 |
ঠিকানা (ইংরেজিতে) | Mirzanagar, Ashuliya, Savar, Dhaka-1344, Bangaladesh |
ওয়েবসাইট লিংক | https://gonoshasthayakendra.com/ |
সংস্থার লক্ষ্য
১৯৭২ সালের শেষ রবিবার “বাংলাদেশে ফিল্ডে হাসপাতাল” গণস্বাস্থ্য কেন্দ্রে রুপান্তর হয়। গণস্বাস্থ্য কেন্দ্র বিদেশীদের কাছে "জিকে" নামে পরিচিতি লাভ করে। যাত্রা শুরু হয় “গ্রামে চল, গ্রাম গড়” মূলমন্ত্র নিয়ে। লক্ষণীয়, হুকুম দিয়ে "গ্রামে যাও" নির্দেশ দিয়ে গ্রাম গড়া নয়। শিক্ষিত কর্মীদের উদ্যোগী হয়ে নিজেরা গ্রামে গিয়ে, গ্রামে বসবাস করে, গ্রামবাসীকে সাথে নিয়ে তাদের সাথে আলাপ- আলোচনা করে কর্মপদ্ধতি ও কর্মসূচী নির্বাচনই ছিল মূল লক্ষ্য। তাই উদ্যোক্তাদের সকলেই শুরু থেকেই সাভারের গ্রামে অবস্থান করেছেন। অনেকে তাবুতে থেকেছেন, রাত্রিযাপন করেছেন।
সংস্থার উদ্দেশ্য
সুলভে সার্বিক ও সমন্বিত স্বাস্থসেবা প্রদান করার পদ্ধতি খুঁজে বের করা।সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীদের ক্ষমতায়ন করা ও বৃহত্তর জনগোষ্ঠীর
অধিকার
সংরক্ষনের
দৃঢ়
প্রচেষ্টা
চালানো।
দেশের
সাধারণ
মানুষের
ভাগ্যের
উন্নতির
জন্য
কিছু
দৃষ্টান্তমূলক
কার্যক্রম
গ্রহণ
করা, যার
সফলতা
ভবিষ্যতে
সরকারী
বা
বেসরকারী
কর্মকান্ড
ও পরিকল্পনাকে
প্রভাবিত
করতে
পারে।প্রতিটি
কর্মক্ষেত্রে
পরনির্ভরশীলতা
কমিয়ে
আনা
ও স্বনির্ভরতা
অর্জন
করাই
ছিল
গণস্বাস্থ্য
কেন্দ্রের
মূল
উদ্দেশ্য।
সংস্থার বিশেষত্ব
গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন জনমূখী উন্নয়নমূলক কাজের স্বীকৃতি হিসেবে এছাড়া আরও বহু সম্মননা ও পুরস্কার রয়েছে, সাথে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, স্বাস্থ্যসেবার উদ্ভাবক, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বঞ্চিতদের পক্ষাবলম্বন, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন।
সংস্থার প্রধানের তথ্য
নাম (বাংলায়) | ডা. মনজুর কাদির আহমেদ |
---|---|
নাম (ইংরেজিতে) | Dr. Manzur Kadir Ahmed |
ইমেইল ঠিকানা | gkhealth.org@gmail.com |
মোবাইল নম্বর | 01711429860 |
ফোন নম্বর | 01711429860 |
ফ্যাক্স | |
ঠিকানা (বাংলায়) | মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-1344, বাংলাদেশ। |
ঠিকানা (ইংরেজিতে) | Mirzanagar, Ashuliya, Savar, Dhaka-1344, Bangaladesh. |
তথ্য প্রদানকারী (উপজেলা)
নাম | ইমেইল ঠিকানা | মোবাইল নম্বর | ঠিকানা |
---|---|---|---|
শাহনাজ পারভীন | shahanaj.ganda@gmail.com | 01775707560 | মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-1344 |
তথ্য প্রদানকারী (জেলা)
নাম | ইমেইল ঠিকানা | মোবাইল নম্বর | ঠিকানা |
---|---|---|---|
তথ্য দেওয়া হয়নি |
সদস্যগণ
পরিচালক
01712131765
aklimak22@gmail.com
সিনিয়র পরিচালক
01771184771
rezaulgk50@gmail.com
পরিচালক
01711808560
ranjankmitra.ks.gk@gmail.com
পরিচালক
01717702104
directorgk.coxsbazar@gmail.com
গ্যালারী
প্রজেক্ট সমূহ
উদ্দেশ্য | মূল উদ্দেশ্যঃ- 50 জন দরিদ্র / অতি দরিদ্র নারীকে কারিগরী ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করে তোলা এবং তাদেরকে জীবন-জীবিকার মাধ্যমে আর্থিক উন্নয়ন সাধন করা। প্রোগ্রামের উদ্দেশ্যঃ- জেলার সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নে 50 জন বেকার দরিদ্র নারীকে সর্ট টার্ম ভোকেশনাল প্রশিক্ষনের মাধ্যমে তাদের আয় বৃদ্ধির মাধ্যমে জীবিকার মান উন্নয়ন করা ও চাকুরির সুযোগ সৃষ্টি করা। |
---|---|
বাজেট | 585,000.00 (5000 pound) |
মেয়াদকাল | 2022-01-01 (হইতে) 2022-06-30 |
মোট কর্মী | 8 |
পুরুষ কর্মী | 5 |
মহিলা কর্মী | 3 |
অভীষ্ট জনগোষ্ঠী | 50 জন দরিদ্র/অতি দরিদ্র মহিলা |
মন্তব্য | 50 জন অতি দরিদ্র নারীকে 4টি স্কীল ডেভেলপমেন্ট ট্রেনিং গ্রহন করার মাধ্যমে কারিগরী জ্ঞান সম্পন্ন করে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং পরোক্ষ ভাবে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ হবে। |
সামাজিক যোগাযোগ
ফেইসবুক | https://www.facebook.com/gksavar |
---|---|
টুইটার | তথ্য দেওয়া হয়নি |
ইউটিউব | তথ্য দেওয়া হয়নি |
লিঙ্কডইন | তথ্য দেওয়া হয়নি |
ইনস্টাগ্রাম | তথ্য দেওয়া হয়নি |
কাজের ক্ষেত্র
টাইটেল (ইংরেজিতে) | Charitable Trust |
---|---|
বিস্তারিত দেখুন (বাংলায়) | গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকান্ডসমুহকে মোটামোটিভাবে দু-ভাবে ভাগ করা হয়েছে। 1. প্রত্যক্ষ সেবা ও সমাজ উন্নয়নমূলক এবং 2.বাণিজ্য ও পরোক্ষ সেবা। (ক) প্রত্যক্ষ সেবা ও সমাজ উন্নয়নমূলক:
|
বিস্তারিত দেখুন (ইংরেজিতে) |
নিবন্ধন সংক্রান্ত তথ্য
নিবন্ধন প্রদানকারী সংস্থার নাম | নিবন্ধন নং | নিবন্ধনের তারিখ | সর্বশেষ নবায়ন |
---|---|---|---|
মহিলা বিষয়ক অধিদপ্তর | 398/12 | 2012-03-07 | 2019-02-01 |
এনজিও বিষয়ক ব্যুরো | 053 | 1981-04-22 | 2022-02-22 |
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি | 650 | 2012-07-26 | 2021-07-26 |
জনবল সংক্রান্ত তথ্য
ধরণ | কর্মীর সংখ্যা | পুরুষ | মহিলা | মন্তব্য |
---|---|---|---|---|
নিয়মিত | 983 | 396 | 587 | |
প্রকল্প ভিত্তিক | 375 | 168 | 207 |