এনজিও বাংলাদেশ   ৪৫ এনজিও রেজিস্টার্ড
নাম (বাংলায়) এসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট ফর ইকোনমিক এন্ড সোসাল হেল্প (এদেশ)
নাম (ইংরেজিতে) Association of Development for Economic and Social Help [ADESH]
প্রতিষ্ঠাতার নাম (বাংলায়) সুব্রত দে
প্রতিষ্ঠাতার নাম (ইংরেজিতে) Subrato Dey
প্রতিষ্ঠা কাল 1988
ইমেইল ঠিকানা adesh@bol-online.com
ফোন নম্বর 01713000210
ফ্যাক্স
ঠিকানা (বাংলায়) বাড়ী: প্রিয়া, ৫/২, ব্লক -সি, আনন্দপুর সিটিলেন, সাভার, ঢাকা-১৩৪০।
ঠিকানা (ইংরেজিতে) House: Priya, 5/2, Block-C, Anandapur Citylane, Savar, Dhaka-1340.
ওয়েবসাইট লিংক http://www.adeshbd.org/
সংস্থার লক্ষ্য

জনগনের নিশ্চিত জীবন যাপনের জন্য শান্তিময় সমাজ গঠন।

সংস্থার উদ্দেশ্য

জনগণের অংশগ্রহন নিশ্চিতপূর্বক টেকসই উন্নয়নের লক্ষ্যে সংগঠিত করা।

সংস্থার বিশেষত্ব
এদেশ সংগঠন সমাজের পিছিয়ে পরা মানুষদেরকে উন্নয়নের মূল শ্রোতধারায় সম্পৃক্ত করনের লক্ষ্যে টেকসই, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী হয় এমন চিন্তাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন যুগপোযোগী প্রকল্প বাস্তবায়নে উপকারভোগীদের সম্পৃক্ত করে কাজ করে।
সংস্থার প্রধানের তথ্য
নাম (বাংলায়) সুব্রত দে
নাম (ইংরেজিতে) Subrato Dey
ইমেইল ঠিকানা adesh@bol-online.com
মোবাইল নম্বর 01713000210
ফোন নম্বর 223371312
ফ্যাক্স 223371313
ঠিকানা (বাংলায়) বাড়ীঃ প্রিয়া ৫/২, ব্লক-সি, আনন্দপুর সিটিলেন, সাভার, ঢাকা-১৩৪০
ঠিকানা (ইংরেজিতে) Home: Priya 5/2, Block-C, Anandapur Citylane, Savar, Dhaka-1340.
তথ্য প্রদানকারী (উপজেলা)
নাম ইমেইল ঠিকানা মোবাইল নম্বর ঠিকানা
তথ্য দেওয়া হয়নি
তথ্য প্রদানকারী (জেলা)
নাম ইমেইল ঠিকানা মোবাইল নম্বর ঠিকানা
তথ্য দেওয়া হয়নি
সদস্যগণ

তথ্য দেওয়া হয়নি

প্রজেক্ট সমূহ
উদ্দেশ্য দারিদ্র বিমোচন, পারিবারিক মর্যাদা বৃদ্ধি, পরিবার ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা এবং নারীর হাতে অর্থনৈতিক নিয়ন্ত্রন আনায়ন করার উদ্দেশ্যেই এদেশ সংগঠনের উল্লেখিত কার্যক্রম পরিচালনা করা।
বাজেট 205623000
মেয়াদকাল 2021-07-01 (হইতে) 2022-07-30
মোট কর্মী 29
পুরুষ কর্মী 16
মহিলা কর্মী 13
অভীষ্ট জনগোষ্ঠী সংগঠনের নির্দিষ্ট নীতিমালার আলোকে এদেশ কর্তৃক নির্ধারিত এলাকার দরিদ্র জনগোষ্ঠী।
মন্তব্য আমাদের সংগঠনের দীর্ঘ পরিসরের কৌশলগত পরিকল্পনা অনুযায়ী ঋণ কার্যক্রমে বেশ কিছু সময়োপযোগী নুতন কার্যক্রম অচিরেই সংযুক্ত করব।
উদ্দেশ্য বাংলাদেশের কৃষিক্ষেত্রে অবদান, অগ্রগতি, কৃষকের দরিদ্রতা হ্রাস, পুষ্টিতে স্ব-নির্ভর ও সর্বপরি দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনায়নের উদ্দেশ্যে এদেশ এর কৃষি প্রকল্প গ্রহন করা।
বাজেট 43400000
মেয়াদকাল 2021-10-01 (হইতে) 2023-03-30
মোট কর্মী 23
পুরুষ কর্মী 12
মহিলা কর্মী 11
অভীষ্ট জনগোষ্ঠী সংগঠনের নির্দিষ্ট নীতিমালার আলোকে এদেশ কর্তৃক নির্ধারিত এলাকার দরিদ্র, হত দরিদ্র এবং প্রান্তিক কৃষক জনগোষ্ঠী।
মন্তব্য এদেশ সংগঠনের দীর্ঘ পরিসরের কৌশলগত পরিকল্পনা অনুযায়ী কৃষি ঋণ কার্যক্রমে বেশ কিছু নুতন এলাকা ও ব্যাংককে সম্পৃক্ত করে সময়োপযোগী জৈব সার ব্যবহারে উদ্ভুদ্ধ করন কার্যক্রম অচিরেই বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
উদ্দেশ্য এদেশ কর্ম এলাকায় অবস্থিত যাদের ঘরের মেঝে মাটির তৈরী সেই সকল দরিদ্র পরিবার চিহ্নিত করে পরিবারের স্বাস্থ্য, বাড়ির অবস্থার উন্নয়ন, নিরাপদ স্বাস্থ্যকর স্বাস্থ্যবিধি অনুশীলনে সচেতনতা বৃদ্ধি, পাকা/সিমেন্ট মেঝের রক্ষণাবেক্ষণ ও রোগ কমানো বিষয়ে সুবিধাভোগীদের প্রশিক্ষন প্রদানের উদ্দেশ্যে উল্লেখিত প্রকল্প বাস্তবায়ন করা।
বাজেট 1736338
মেয়াদকাল 2021-07-01 (হইতে) 2022-06-30
মোট কর্মী 12
পুরুষ কর্মী 9
মহিলা কর্মী 3
অভীষ্ট জনগোষ্ঠী এদেশ কর্ম এলাকায় অবস্থিত যাদের ঘরের মেঝে মাটির তৈরী সেই সকল দরিদ্র পরিবার।
মন্তব্য ২০১৯ সালের হিসাবে, বাংলাদেশে বসবাসকারী ১৩ মিলিয়নেরও বেশি লোক বয়স্ক (৬০ বছরের বেশি বয়সী)। ২০৫০ সালের মধ্যে বয়স্ক মানুষের অনুপাত ৩৬ মিলিয়নে উন্নীত হবে বলে ধারনা করা হচ্ছে। বয়স্ক মানুষের স্বাস্থ্যের ঝুঁকি কমানোর জন্য এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য
উদ্দেশ্য ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গঠনকৃত ঘরবাড়ি বিহীন দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর বসতঘর বানানোর জন্য এদেশ কর্ম এলাকায় অবস্থিত নিম্ন আয়ের বাসিন্দা যার আর্থিক অসচ্ছলতার কারনে ঘর করার সামর্থ নেই কিন্তু ঘর করার চাহিদা রয়েছে এমন পরিবার চিহ্নিত করে সহজ শর্তে দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধা দেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিলের সার্বিক নির্দেশনা পালনে নিশ্চিৎ হয়ে (প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিবের নেতৃত্বে ষ্টিয়ারিং কমিটি এর তদারকে) কাঠামো মাফিক ঘর তৈরী করে দেওয়া/ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে উল্লেখিত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বাজেট 5600000
মেয়াদকাল 2020-07-01 (হইতে) 2022-06-30
মোট কর্মী 10
পুরুষ কর্মী 4
মহিলা কর্মী 6
অভীষ্ট জনগোষ্ঠী এদেশ সংগঠনের কর্ম এলাকায় ঘরবাড়ি বিহীন দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী।
মন্তব্য এদেশ ২০১৩ সাল থেকে এই প্রকল্প বাস্তবায়ন করছে। এদেশ সংগঠনের চিন্তা রয়েছে আগামীতে ঘর তৈরীর সাথে সাথে এমন কোন পদক্ষেপ গ্রহন করা যাতে অল্প শ্রমেই ঘরের মালিক বাড়তি আয় করার সুযোগ পায় এবং তা থেকে দায় শোধ করতে পারে।
উদ্দেশ্য দূর্যোগ প্রবন বাংলাদেশের শতকরা প্রায় ৩১.৫ ভাগ (বিবিএস, ২০১১) জনগোষ্ঠী দারিদ্রসীমার নীচে বাস করে যার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ হতদরিদ্র এবং কায়িক পরিশ্রমের উপর নির্ভরশীল। যে কোন দূর্যোগে দূর্যোগকালীন ও দূর্যোগ পরবর্তী সময় এবং কৃষি ক্ষেত্রে কর্মহীন সময় এ জনগোষ্ঠীর একটি বড় অংশকে তাদের জীবন ও জীবিকা সংরক্ষনের জন্য এদেশ সংগঠন মানবিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই জরুরী ত্রান কার্যক্রম।
বাজেট অবস্থা ও অবস্থানের প্রেক্ষিতে মেয়াদকাল নির্ধারিত হয়
মেয়াদকাল তথ্য দেওয়া হয়নি
মোট কর্মী 29
পুরুষ কর্মী 16
মহিলা কর্মী 13
অভীষ্ট জনগোষ্ঠী দূর্যোগ কবলীত জনগোষ্ঠী
মন্তব্য দূর্যোগে তাৎক্ষনিক সহায়তা প্রদানের জন্য এদেশ সংগঠন সংশ্লিষ্ট সংগঠন ও সরকারের অনুমোদন সাপেক্ষে উল্লেখিত কার্যক্রম পরিচালনার জন্য একটি ফান্ড তৈরী করার পরিকল্পনা করছে।
উদ্দেশ্য এদেশ সংগঠন সূর্যের হাসি কর্তৃক গৃহীত সেবা সমূহ (যেমন স্বল্প মূল্যে মাতৃত্ব ও গর্ভকালীন সেবা, শিশু স্বাস্থ্য, বিনামূল্যে টিকা দান কর্মসূচী, পরিবার পরিকল্পনা সেবা, স্বল্প মূল্যে ভ্যাক্সিনেশন সেবা) প্রধান কার্যালয় সংলগ্ন এলাকার জনগনের সুবিধার্থে সূর্যের হাসি ক্লিনিকের ডাক্তার ও সেবিকাদের সেবা প্রদানের স্থান দিয়ে সহায়তা প্রদান।
বাজেট এটি একটি অ-আর্থিক কার্যক্রম
মেয়াদকাল 2021-07-01 (হইতে) 2022-06-30
মোট কর্মী 0
পুরুষ কর্মী 0
মহিলা কর্মী 0
অভীষ্ট জনগোষ্ঠী এদেশ প্রধান কার্যালয়ের চারপাশের সেবা গ্রহনে ইচ্ছুক জনগোষ্ঠী।
মন্তব্য এদেশ আগামীতে সূর্যের হাসি ক্লিনিকের সাহায্য নিয়ে প্রকল্পিত এলাকায় এই সেবার বিস্তার করনের পরিকল্পনা রয়েছে।
উদ্দেশ্য এদেশ সংগঠন সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইংরেজি: Expanded Program on Immunization সংক্ষেপে EPI ইপিআই) হলো বিশ^ স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত টিকাদান কর্মসূচী যার লক্ষ্য সারা পৃথিবীর সকল শিশুকে এই কর্মসূচীর আওতায় আনা। বিশ^ স্বাস্থ্য সংস্থার এই লক্ষ্যকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে সাভার পৌরসভার নেওয়া এই সেবার মাধ্যমে শিশু মৃত্যু হার কমানোর এই কার্যক্রমকে প্রধান কার্যালয় সংলগ্ন এলাকার জনগনের শিশুদের সুবিধার্থে সাভার পৌরসভার ডাক্তার ও সেবক/সেবিকাদের সেবা প্রদানের স্থান দিয়ে সহায়তা প্রদান।
বাজেট এটি একটি অ-আর্থিক কার্যক্রম
মেয়াদকাল 2021-07-01 (হইতে) 2022-06-30
মোট কর্মী 0
পুরুষ কর্মী 0
মহিলা কর্মী 0
অভীষ্ট জনগোষ্ঠী এদেশ প্রধান কার্যালয়ের চারপাশের সেবা গ্রহনে ইচ্ছুক জনগোষ্ঠীর শিশুরা।
মন্তব্য এদেশ আগামীতে সাভার পৌরসভার সাহায্য নিয়ে সংগঠনের পৌরসভার প্রকল্পিত এলাকায় এই সেবার বিস্তার করণের পরিকল্পনা রয়েছে।
সামাজিক যোগাযোগ
কাজের ক্ষেত্র
টাইটেল (ইংরেজিতে) Poverty Alleviation
বিস্তারিত দেখুন (বাংলায়)

দলগঠন, সঞ্চয়, ক্ষুদ্রঋণ।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Institution building, Savings, Micro-credit

টাইটেল (ইংরেজিতে) Women's Development
বিস্তারিত দেখুন (বাংলায়)

জেন্ডার সমতা, জেন্ডার প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Gender equity, gender training & consciousness raising, motivation.

টাইটেল (ইংরেজিতে) Health, water & sanitation
বিস্তারিত দেখুন (বাংলায়)

এইচআইভি এইড্স, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধী উন্নয়নে পদক্ষেপ, স্ল্যাব ল্যাট্রিন ও নলকূপ স্থাপন।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

HIV Aids, health education & motivation, Disable in Development, installation of slab latrine & tube well.

টাইটেল (ইংরেজিতে) Human rights
বিস্তারিত দেখুন (বাংলায়)

আইনি শিক্ষা ও প্রশিক্ষণ, আইনি সহায়তা।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Legal education & training, Legal aid support.

টাইটেল (ইংরেজিতে) Development Education
বিস্তারিত দেখুন (বাংলায়)

মৌলিক ধারনা প্রশিক্ষন, মানব উন্নয়ন, নেতৃত্ব, IGP দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উপর গ্রুপ প্রশিক্ষণ।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Group training on basic orientation, human development, leadership, IGP skill development training.

টাইটেল (ইংরেজিতে) Environment
বিস্তারিত দেখুন (বাংলায়)

বিলবোর্ড স্থাপন, বৃক্ষরোপন, দলীয় ও সুশীল সমাজের সাথে সেমিনারের মাধ্যমে পরিবেশ বিষয়ক সচেতনতা।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Consciousness on Environment issues through billboard, tree plantation, seminars with group women and civil society.

টাইটেল (ইংরেজিতে) Service Program
বিস্তারিত দেখুন (বাংলায়)

প্রাকৃতিক দূর্যোগে সহায়তা, বৃক্ষ বিতরণ, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Natural Disasters, Tree distribution, National & International Dey Observation

নিবন্ধন সংক্রান্ত তথ্য
নিবন্ধন প্রদানকারী সংস্থার নাম নিবন্ধন নং নিবন্ধনের তারিখ সর্বশেষ নবায়ন
সমাজ সেবা অধিদপ্তর ঢ-০২৫৫২ 1991-03-30
এনজিও ব্যুরো ৫৯৫ 1992-02-03 2022-02-03
মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এম.আর.এ) ০০০৯১-০০৩৯৬-০০০৭৯ 2007-11-29
জনবল সংক্রান্ত তথ্য
ধরণ কর্মীর সংখ্যা পুরুষ মহিলা মন্তব্য
Regular 29 16 13
Volunteer 9 3 6